17 ডিসেম্বর লঞ্চ হবে POCO এর দুটি স্মার্টফোন, বাজেট সেগামেন্টে C এবং M সিরিজে মিলবে পাওয়ারফুল ফিচার

17 ডিসেম্বর লঞ্চ হবে POCO এর দুটি স্মার্টফোন, বাজেট সেগামেন্টে C এবং M সিরিজে মিলবে পাওয়ারফুল ফিচার
HIGHLIGHTS

পোকো ভারতে দুটি নতুন স্মার্টফোনের লঞ্চের ঘোষণা করেছে

POCO M7 Pro 5G এবং POCO C75 5G স্মার্টফোন ভারতে 17 ডিসেম্বর লঞ্চ হবে

রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফোন পোকো এম7 প্রো 5জি এবং পোকো সি75 5জি বাজেট এবং মিড রেঞ্জে আসবে

POCO Upcoming phones:পোকো ঘোষণা করেছে যে ভারতে দুটি স্মার্টফোন লঞ্চ করবে। কোম্পানি 17 ডিসেম্বর POCO M7 Pro 5G এবং POCO C75 5G লঞ্চ করবে। অনলাইন শপিং Flipkart সাইটে দুটি স্মার্টফোন মাইক্রো সাইট লাইভ হয়ে গেছে। এতে কোম্পানি আপকামিং স্মার্টফোনটি টিজ করে তার ডিজাইন এবং মেইন ফিচার প্রকাশ করেছে। আসুন জেনে নেওয়া যাক পোকো আপকামিং ফোনের সম্পর্কে সমস্ত কিছু।

POCO M7 Pro 5G ফোনে কী থাকবে বিশেষ

পোকো এম7 প্রো 5জি এবং পোকো সি75 5জি স্মার্টফোন ভারতে 17 ডিসেম্বর লঞ্চ হবে। রিপোর্ট অনুযায়ী কোম্পানির আপকামিং ফোন বাজেট এবং মিড রেঞ্জে আসবে। পোকো ইন্ডিয়া এর হেড হিমাংশু ট্যান্ডন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ একটি পোস্টে নতুন প্রোডাক্টে লঞ্চ করার তথ্য শেয়ার করেছে।

আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে বিক্রি হচ্ছে Vivo 5G স্মার্টফোন, পাওয়ারফুল প্রসেসর এবং বড় ব্যাটারি মিলবে সবকিছু

POCO M7 Pro 5G Price in india

কোম্পানি গত বছর ডিসেম্বর মাসে পোকো সি65 লঞ্চ করেছিল। সেই হিসেবে পোকো সি75 5জি ফোন এই মাসেই বাজারে আসতে পারে। একইভাবে পোকো এম6 প্রো 5জি এই বছর চালু করা হয়েছিল। অনুমান করা হচ্ছে যে কোম্পানি তার সাক্সেসার এম7 প্রো এই মাসেই আনবে।

আরও পড়ুন: OnePlus, Samsung এর চিন্তা বাড়াতে 10 ডিসেম্বর ভারতে আসছে বাজেট প্রাইসে Moto G35 5G, লঞ্চের আগেই প্রকাশ্যে ফিচার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo